Used camera review

এই ভুল এখন সবাই করে বসি-

ক্যামেরা আমরা সবাই কিনতে চাই, আর একটা মানুষের কাছে অনেক শখ থাকে ক্যামেরা কিনে ছবি তোলা ,আজকে আমার দেখাবো যে আমরা কি পরিমান ভুল করি ,কিন্তু সঠিক ক্যামেরা তো আর সবাই কিনতে পারে না আর টাকা সমস্যা সবার এই আছে আর তার জন্য ঔ আমরা ভুল টা করছি আর না হয় আমরা কেন ২০-৩০ হাজার টাকা দিয়ে ক্যামেরা কিনার কথা চিন্তা করি বলেন, আর তার জন্য আমরা অন্যের ব্যাবহার করা ক্যামেরা কিনি বা ঢাকা বা তার আশে পাশে কোনো দোখান থেকে ক্যামেরা কিনার জন্য ভিডিও দেখি you tube  এ আর তাতেই আমরা ভুলটা করে বসি, আমরা ঔ ফালতু ক্যামেরা আর ফালতু কিছু you tuber কথা শুনে কম দামে ক্যামেরা কিনতে চলে যার,




ব্যাবহার করা ক্যামেরা নিয়ে সমস্যা

আর তার ফায়দা নেয় দোকানদার গুলো কিন্তু কি পরিমানে যে আমাদের ঠুকিয়ে দিচ্ছে তা আমরা কোনো দিন ভাবি না, আর ভাববো ঔ বা কেন কারন আমরা মনে করি সমান্য টাকা গেছে সমস্যা কি, দেখুন একটা মানুষ কতো টাকা খরচ করে কিংবা ইনকাম করে তা আমরা ভালো করেই জানি আর যার যায় সে বুঝতে পারে যে টাকা ইনকাম করা যে কতো কষ্ট,ক্যামেরা কেনার শখ সবারই থাকে, কিন্তু টাকার জন্য সবাই কিনতে পারেনা তার জন্যই কি ভুল হয় তা আজকে আপনাদের কাছে শেয়ার করব


আর নিজে এই ভুলের শিকার তাই এই ভুল যেন দ্বিতীয় বার কেউ না করে আমি চাই, তো শুনেন তাইলে আমি একটা you tube ভিডিও দেখে অনেক দিন টাকা জমানের পর একটা ক্যামেরা কিনতে ঢাকা যায়, আর তারপর অনেক গুলো দোকান দেখে যে দোকান খুজলাম তা পেলাম কিন্তু আমার এটাই সবথেকে বড় ভুল ছিল যে আমি ঔ দোকান থেকে ক্যামেরা কিনা, আর আমি তারপর ৪০হাজার দিয়ে একটা ক্যামেরা কিনলাম, বাড়ি নিয়ে আসলাম তারপর কিছু দিন,ব্যবহার করার পর দেখতে পারি যে ক্যামেরা ঠিক ঠাক মনে হচ্ছে না আর তখন ঔ দোকানদারের কাছে ফেন দেয়, বলে যে নিয়ে আসেন আমি চেঞ্জ করে দেই তারপর নিয়ে যায় চেঞ্জ করে দিল কিন্তু তার জন্য আমার আরো ৫ হাজার টাকা এড করতে হয়। তো এটা নিয়ে বাড়ি চলে আসি কিন্তু আসার ১০ দিনের মধ্যে এটাও শেষ একেবারে, তারপর তাদের কাছে পাঠানো হয় ঠিক করানোর জন্য কিন্তু তারা ১মাস পর বলে যে এটা আর ঠিক হবে না কি আর করার একন যাক তার পর বলে আরেকটা দিবে কিন্তু আরো ৮ হাজার টাকা দিতে হবে তো আমি মানলাম তারপর ক্যামেরা পাঠিয়ে দিল, কিন্তু এটা পাঠানোর পর দেখলাম এটারও ডিসপ্লে সমস্যা, আর ওনাদের যখন বলি তখন ওনারা বলে এটা থাকবেই তো এখন আর কি করবো আমি, তারপর ওনাদের বলি যে এটা আমি বিক্রি করবে আপনি নিবেন বলে যে নিবো কিন্তু ৩০%  মাইনাস করতে হবে আমি রাজি হলাম কিন্তু তার থেকে আরো বেশি মাইনাস করে আমার টাকা পেরিয়ে দেই, ৩তিন মাসের মধ্যে ৩০ হাজার লস হলকা করে you tuber তারপর vloger দের জন্য যে আজকে কতো লোক এমন হচ্ছে বলা বাহল্য,যাক একটাই কথা কেউ নতুন ছারা পুরনো কোন ক্যামেরা কিনতে যাবেন না আর বিশেষ করে এই বডি গুলো কিনবেন না ।                         

     কোন কোন ক্যামেরা গুলো এখন কিনা ঠিক না-

     1.700d

      2.600d

      3.500d

      4.550d

       5.650d

       6.1300d

       7.1100d

        8.60d

         9.6d

 Nikon এর কিছু বডি আছে যা না কিনাই উত্তম, আর কিনার আগে ভালো করে যাচাই করে কিনবেন যেমন;- 3200-3300-5400-5600-3100

এবং আমার কিছু ভুল হলে ক্ষমাপ্রার্থী, 

Next Post
No Comment
Add Comment
comment url