২ লাখ টাকায় সেরা পাঁচটি বাইক । Top 5 Bikes Under Rs 2 Lakhs

 ২০২৩ এ সেরা ৫ টি বাইক ২ লাখ টাকায়

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের বাইক কিনার খুব ইচ্ছে। এবং বাইক কিনতে তো টাকাও লাগবে আর অনকেই টাকার সমস্যার জন্য বাইক কিনতে পারেন না। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ২ লাখ টাকার মধ্যে ভালো বাইক খুজি, আর আজকে আমরা ২ লাখ টাকার মধ্যে ভালো ৫ টি বাইক নিয়ে আলোচনা করবো। তো চলেন দেখি কি কি বাইক আছে ২ লাখ টাকার মধ্যে

নাম্বার 

#৫

যে বাইকটি থাকবে সেটি হলো Suzuki gixxer monotone 

একন দেখার বিষয় হলো বাইকটিতে কি কি রয়েছে 

এটি ২০২১ সালে বাজারে আসে। আর বাইকটিতে রয়ছে ১৫০ cc এবং গিয়ার রয়েছে ৫ টি  এবং গাড়িতে টপ স্পিড তুলতে পারবেন ১৩০ km/m এবং গাড়িটি মাইলেজ দিবে ৪০ - ৪৫ এবং গাড়িটি ওজনের দিক দিয়েও অনেক আরামদায়ক হবে এটির ওজন হলো ১৩৯ kg।  এবং গাড়িটা ১৪.৬ /@৮০০০ Rpm max power রয়েছে 

এবং সেই সাথে এটার back suspension হলো swing Arm. Mono suspension রয়েছে সব দিক দিয়ে বাইকটি আপনি কিনতে পারেন যা সাধ্যের মধ্যে রয়েছে। আর এর দাম হলো ১৯২,৯৫০,০০ টাকা

Suzuki gixxer

নাম্বার 

# ৪

যে বাইকটি আছে সেটি হলো Honda X blade। বাইকটিতে পাবেন Single channel abs এ ছাড়া বাইকটির ফ্রন্টে থাকছে ৮০ সেকশনের টায়ার। এবং রেয়ার এ থাকছে ১৩০ সেকশনের টায়ার। আর বাইকটির ৫.৫" ব্যক্তিরা খুব ভালো করে রাইড করতে পারবেন এবং বাইকটি থেকে এভারেজ মাইলেজ পাবেন ৪৫-৫০km/m আর বাইকটির লোকস টা সেই আর এটাতে দামি বাইক গুলোর মতো সব কিছু দেওয়া আছে । আর তাই যারা বাজেট ২ লাখ টাকার মধ্যে এটা দেখতে পারেন। আর এই বাইকটির মূল্য ২,১০,৯০০ টাকা

Honda x blade

#৩

নাম্বার পজিশনে যে বাইকটি রয়েছে সেটি হলো pulser ns

pulsar NS refresh edition বাইকটিতে রয়ছে ১৬০ cc। এবং বাইকটি single channel abs এ বাজারে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ফ্রন্টে থাকছে ৯০ আর রেয়ার এ ১২০ সেকশনের টায়ার। আর এভারেজ মাইলেজ পাবেন পার লিটারে ৪০ কিলোমিটার। আর এটাতে ঘন্টায় ১৩৫ কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন। যারা পারফমেন্স এন্ড লং লাস্টিং বাইল কিনতে চাচ্ছেন তারা এটি কিনতে পারেন। আর বাইকটির বর্তমান বাজার মূল্য রয়েছে ২,১০,০০০ টাকা

ns new edition

#২

 নাম্বারে থালছে Lifan KPR। বাইকটি Fi এবং কার্বোরেটর এই দুটি ডিজাইনেই বাইকটি বাজারে পাওয়া যাচ্ছে। এটিই বাজরে ২ লাখ টাকার আশেপাশে একমাত্র বাইক যেটিতে লিকুইট কুলিং সিস্টেম রয়েছে। আর বাইকটিতে যারা রাতের বেলায় জার্নি করেন তাদের জন্য এটি অনেক ভালো হবে এটার লাইট হলো ফুল এলইডি প্রজেকশন হেডলাইট । বাইকটি থেকে এভারেজ মাইলেজ পাবেন ৩৪-৩৮ কিলোমিটার। সেই সাথে ১৩৫ কিলোমিটার ঘন্টায় টপ স্পিড তুলতে পারবেন। বাইকটির বর্তমান বাজার মূল ২,১০,০০ টাকা

lifan kpr price in bd

#১

নাম্বার ১ যে বাইকটি রয়েছে সেটি হলো apache RTR 4v। এই বাইকটি পাওয়ার আর পারফরম্যান্সের দিক দিয়ে অনেক বেশি আপডেট এই বাজেটের মধ্যে এটাতে যেই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তার কোন বাইকে দেয়া হয়নি। বাইকটি সিট গুলোও অনেক নরম এবং আরাম দায়ক আর এটাতে ঘন্টায় ১৩০ কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন। আর এটা এভারেজ মাইলেজ পাবেন ৩৬-৩৮ কিলোমিটার। আর এই বাইকটির হেডলাইট হলো বাংলাদেশ মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লাইট যা অনেক অনেক ভালো দিক। আর যারা সব কিছু বিবেচনা করে কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো এটা নিতে পারেন  কারন এটার ডিজাইন অনেক সুন্দর।আর বাইকটির বর্তমান বাজার মূল্য ২,২৬,৯০০ টাকা।

RTR 4v bike pic
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url